সলোমন দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরের অদূরে সলোমন দ্বীপপুঞ্জে শুক্রবার ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করেছে। তবে এতে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ডাডালি থেকে ১৫৪ কিলোমিটার (৯৬মাইল) দক্ষিণ-পশ্চিমে ও রাজধানী হোনিয়ারা থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।
খবর এএফপি’র।
এর আগে ইউএসজিএস ভূমিকম্পটি ৭ মাত্রার বলে জানিয়েছিল।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, ‘প্রাপ্ত সমস্ত তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে প্রশান্তমহাসাগরে ধ্বংসাত্মক কোন সুনামির আশঙ্কা করা হচ্ছে না।’



মন্তব্য চালু নেই