সহপাঠির ‘ঘনিষ্ঠ’ হওয়ায় ছাত্রীকে প্রকাশ্যে বেত্রাঘাত

সহপাঠি এক ছাত্রের ‘ঘনিষ্ঠ’ হওয়ায় ইন্দোনেশিয়ায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। দেশটিতে কঠিন ইসলামী শরিয়াহ আইন বলবৎ আছে এবং বিবাহবহির্ভূত যে কোনো সম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
ওই ছাত্রীর বিরুদ্ধে ইসলামী শরিয়াহ আই্ন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং মসজিদের বাইরে শতশত মানুষের সামনে পাঁচবার বেত্রাঘাত করা হয়েছে। পরে আহত ছাত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

ওই ছাত্রীর নাম নূর এলিটা। তিনি ইন্দোনেশিয়ার বান্দা আচেহ প্রদেশে থাকেন। এ প্রদেশটিতে শরিয়াহ আইন ব্যাপকভাবে প্রচলিত। সহপাঠি এক ছাত্রের সাথে ‘অন্তরঙ্গ’ মুহূর্ত কাটানোর অভিযোগে এ শাস্তি পেতে হয়েছে তাকে। বলা হয়েছে, ওই ছাত্রকে বিয়ে করা ছাড়াই এলিটা তার সাথে ঘনিষ্ঠ হয়েছেন। এটি ইসলামী শরিয়াহ আইনের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।



মন্তব্য চালু নেই