সহসাই মুক্তি পাচ্ছেন না মাহমুদুর রহমান

সহসাই মুক্তি মিলছে না আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের।গতকাল রবিবার তার বিরুদ্ধে দায়ের করা ৭০টি মামলার সর্বশেষটিতে জামিন পেলেও রাতে রাজধানীর শাহবাগ থানার একটি পুরোনো মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়। রবিবার সর্বশেষ মামলায় মাহমুদুর রহমানের জামিন লাভের পর তাঁর আইনজীবী জানিয়েছিলেন, অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো না হলে মাহমুদুর রহমানের মুক্তিতে বাঁধা নেই।

এর পরই রাতে প্রায় দুই বছর আগের একটি বিস্ফোরক মামলায় নতুন করে তাকে গ্রেপ্তার দেখানোর পর সহসা তাঁর মুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে বলেন, দেড়/দুই বছর আগের এই মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদনও করেছে পুলিশ। আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের এপ্রিল থেকে কারারুদ্ধ আছেন মাহমুদুর রহমান।



মন্তব্য চালু নেই