সাংবাদিকের ওপর হামলা, মন্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার তিন ছেলের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার দীপ্ত টেলিভিশনের সাংবাদিক আনিসুর রহমান হামলার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।

জানা গেছে, প্রবাসী কল্যাণমন্ত্রী বুধবার তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে পুলিশের ওয়ারী বিভাগের ডিসি সৈয়দ নুরুল ইসলামকে নির্দেশ দেন।

এদিকে, মামলার বাদী সাংবাদিক আনিসুর রহমান বলেন, সানোয়ারা গ্রুপের অনিয়ম নিয়ে প্রতিবেদন তৈরি করতে ১০ এপ্রিল তারা চট্টগ্রামে যান। সেখানে তাদের ওপর হামলা হয়। ফেরার সময় তাদের অনুসরণ করতে করতে একটি গ্রুপ যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় হামলা করে। তারা থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন।

যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, ‘বিএসসি’ শব্দটি না থাকায় মামলা দায়েরের সময় তারা বুঝতে পারেননি মামলাটি মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে। মামলাটি প্রত্যাহার করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।



মন্তব্য চালু নেই