সাংবাদিক বিজন সেনের বাড়িতে সেতুমন্ত্রী

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : সদ্য প্রয়াত নোয়াখালীর প্রবীণ সাংবাদিক, চ্যানেল আই ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি বিজন সেনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীর হাইজিং এস্টেটে সাংবাদিক বিজন সেনের বাসভবনে উপস্থিত হয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে সহ আত্মীয়-স্বজনদের সমবেদনা জানান। মন্ত্রী তাঁর নিজ জেলার প্রবীণ এ সাংবাদিকদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে স্মরণ করেন। মন্ত্রী বিজন সেনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনার পাশাপাশি আগামীতে অসহায় এ পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক একেএম যোবায়ের, সামছুল হাসান মীরন প্রমুখ। প্রসঙ্গত, সাংবাদিক বিজন সেন দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে ২২ সেপ্টেম্বর সকালে মাইজদীর হাইজিং এস্টেটের নিজ বাসভবনে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।



মন্তব্য চালু নেই