সাংসদ হান্নানের ফাঁসীর দাবিতে জাককানইবি প্রাঙ্গণ স্লোগানে স্লোগানে ধ্বনিত

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজাকার ত্রিশালের বর্তমান সাংসদ এম.এ.হান্নানের ফাঁসীর দাবিতে আজ (৭ অক্টোবর ২০১৫) মঙ্গলবার বেলা ১ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা।

সম্প্রতি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ত্রিশাল-৪ আসনের সাংসদ এম.এ. হান্নানের বিরুদ্ধে ১১টি মামলা প্রমানিত হয়েছে।এদের মধ্যে ছিল অগ্নিসংযোগ,খুন,ধর্ষন ইত্যাদি মামলা। এ সমস্ত মামলার সত্যতা প্রমানিত হওয়ায় এম.এ. হান্নানকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা গ্রেপ্তারকৃত হান্নানের ফাঁসীর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাফেটারিয়া থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোব সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদ বলেন,মানবতা বিরোধী এবং সকল যুদ্ধ অপরাধীদের এদেশে কোন স্থান হবেনা, যুদ্ধ অপরাধীদের দ্রুত ফাঁসি কার্যকর করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। এছাড়া হান্নানের সংসদ সদস্য পদ বাতিলের জন্য দাবি জানান তিনি।



মন্তব্য চালু নেই