সাইকেল চালিয়ে ট্রি-হাউজে উঠার অভিনব কৌশল! (ভিডিও)

ছেলেবেলায় বিভিন্ন ধরণের কার্টুন দেখে অনেক শিশুর মনে ট্রি-হাউজ তৈরির ইচ্ছা জাগে। ট্রি-হাউজ লুকানোর জন্য অনেক চমৎকার একটি জায়গা। বিভিন্ন দেশে ট্রি-হাউজ তৈরি করা হয়। এগুলো অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। অনেক দেশে মানুষ ট্রি-হাউজে বসবাস করেন।

ট্রি-হাউজে বিভিন্ন ধরণের প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সযত্নে রাখা যায়। মাটি থেকে অনেক উপরে হবার কারণে এখানে বন্যপ্রাণীদের কবল থেকে খাবার ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রাখা যায়। তাছাড়া, বন্যার সময় ট্রি-হাউজ অনেক উপকারে আসে।

সবচেয়ে বিস্ময়কর একটি ট্রি-হাউজের কথা নিয়ে আজ আলোচনা করা যাক। এই ট্রি-হাউজের আকর্ষণীয় বিষয় হল এতে উঠার জন্য সাইকেলের ব্যবহার করতে হয়। অর্থাৎ লিফট হিসেবে এখানে সাইকেলের ব্যবহার করা হয়। এই ট্রি-হাউজটি গাছের প্রায় ৩০ ফিট উঁচুতে তৈরি করা হয়েছে। সাইকেলে করে খুব সহজেই সেখানে উঠা যায়।

tree1 tree2

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন

সূত্র: গারাগি



মন্তব্য চালু নেই