সাঈদীর আপিলের পূর্নাঙ্গ রায়ের কপি ট্রাইব্যুনালে

মানবতাবিরোধী অপরাধে আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসাঈন সাঈদীর আপিলের পূর্নাঙ্গ রায়ের কপি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

রোববার দুপুরের দিকে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে এটি পাঠানো হয় বলে জানা গেছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহিদুলে ইসলাম ঝিনুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ দুপুরে সাড়ে ১২টার দিকে রায়ের কপি আমি হাতে পেয়েছি। এর আগে গত ৩১ ডিসেম্বর আপিল বিভাগ সাঈদীর আপিলের পুর্ণাঙ্গ রায় প্রকাশ করে।’

গত বছরের ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্তাকারে সাঈদীর আপিল মামলার চূড়ান্ত এ রায় দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়।



মন্তব্য চালু নেই