সাকার স্ত্রীর রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ

যুদ্ধাপরাধ মামলায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠনসহ চারটি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর করা রিট আবেদনটি হাইকোর্টের আজকের কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তবে আবেদনকারী চাইলে হাইকোর্টের অন্য বেঞ্চে আবারও এ আবেদনটি উপস্থাপন করতে পারবেন।

সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর করা এ রিট আবেদনের পক্ষে আজ আদালতে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

জানতে চাইলে আদালত থেকে বেরিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাতুল করীম সাংবাদিকদের বলেন, ‘আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার বৈধতা চ্যালেঞ্জ করে এর আগেও একবার রিট করা হয়েছিল। সে বিষয়টি আবারও আলোচনা করলে আদালতের সময় সময় নষ্ট হবে যুক্তি দেখিয়ে তা কার্যতালিকা থেকে বাদ দেয়া হয়েছে।’

আগামীকাল যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের দেয়া ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) করতে সাকা চৌধুরীর করা আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই