সাকা-মুজাহিদের ফাঁসি, প্রস্তুত কারা কর্তৃপক্ষ

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করতে আগে থেকেই প্রস্তুত রয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এমনটাই বলেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে কারা মহাপরিদর্শকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। যদিও বিএনপি নেতা সাকা চৌধুরী এবং জামায়াত নেতা মুজাহিদকে এখনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়নি।

এই দুই যুদ্ধাপরাধীকে কবে কেন্দ্রীয় কারাগারে আনা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে কারা মহাপরিদর্শক বলেন, ‘বিষয়টির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তাদের কবে আনা হবে এটা ভালো বলতে পারবেন আদালত। কারণ এটা তাদের বিষয়।’

ফাঁসি কার্যকরে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘এখনও রায়ের বিষয়ে রিভিউ বাকি আছে। রিভিউর পর যদি তাদের রায় বহাল থাকে তবে তাদের ফাঁসি দিতে আমরা প্রস্তুত। তাছাড়া তাদের ফাঁসির জন্য আলাদা কোনো ধরনের প্রস্তুতির প্রয়োজন নেই। সব জিনিস আগে থেকেই আমাদের আছে।’



মন্তব্য চালু নেই