সাকিবকে টপকে গেলেন কুপার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম বোলার হিসেবে শুক্রবার ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় বোলার হিসেবে সেই কৃতিত্ব দেখালেন ক্যারিবিয়ান পেসার কেভন কুপার।

শনিবার চলতি বিপিএলে প্রথমবারের মতো মাঠে নামেন খুলনা টাইটান্সের এই অলরাউন্ডার।

চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালকে আউট করে ৫০তম উইকেটের স্বাদ পান কুপার। আর স্বদেশি ডোয়াইন স্মিথকে সাজঘরে ফিরিয়ে সাকিবকেও টপকে যান তিনি।

প্রথম দুই আসরে চিটাগং কিংসের হয়ে খেললেও তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে খেলেন তিনি। এবার খেলছেন খুলনা টাইটানসের হয়ে। প্রথম দুটি ম্যাচে বসে থাকলেও তৃতীয় ম্যাচে নিজের প্রয়োজনীয়তা আরেকবার জানান দিলেন কুপার।

সব মিলিয়ে বিপিএলের তিন আসরে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে ৫১ উইকেট নিয়েছিলেন কুপার। তার সেরা বোলিং ফিগার ১৫ রানে ৫ উইকেট। গত আসরে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হয়েছিলেন তিনি।

তার পরেই আছেন সাকিব আল হাসান। ৩৬ ম্যাচে সাকিব নিয়েছেন ৫০ উইকেট। এখন পর্যন্ত সেরা বোলিং ১৬ রান খরচায় ৪ উইকেট। গত তিন আসরে ৪৮ উইকেট নিয়েছিলেন সাকিব।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় অবস্থানে আছেন মোশাররফ হোসেন রুবেল। ৩০ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৬টি। অন্যদিকে ৩৫টি ম্যাচ খেলে আরাফাত সানির উইকেট সংখ্যা ৩৬টি। পঞ্চম অবস্থানে আছেন এনামুল হক জুনিয়র। ২৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩১টি।



মন্তব্য চালু নেই