সাকিবকে ‘তীব্র ভর্ৎসনা’

আচরণ বিধি ভেঙে ‘সর্বনিম্ন শাস্তি’ পেলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সকালে লিখিতভাবে ‘তীব্র ভর্ৎসনা’ করে অলরাউন্ডারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আইসিসি

গতকাল পাকিস্তানের বিপক্ষে ব্যাট করার সময় ১৮তম ওভারে আমিরের বলে বোল্ড হয়ে স্ট্যাম্পে ব্যাট দিয়ে বাড়ি মারেন এই অলরাউন্ডার। ১৩ বল খেলে মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আইসিসির আচরণগত বিধিমালার ২.১.৮ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচে খেলাচলাকালীন কোনো ক্রিকেটার সরঞ্জাম, পোশাক এবং মাঠের জিনিসপত্রের অপব্যবহার করতে পারবেন না।’

বৃহস্পতিবার সকালে আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রর শুনানিতে নিজের দোষ স্বীকার করেন সাকিব। তাই পরবর্তী শুনানির প্রয়োজন পড়েনি।

মাঠের ভেতর এমন আচরণের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। আর সর্বনিম্ন শাস্তি সতর্ক করা।



মন্তব্য চালু নেই