সাকিবের ফাইনাল খেলা নিয়ে সংশয় নেই

হঠ্যাৎ মিরপুর শের-ই-বাংলায় গুঞ্জন সাকিব আল হাসান ইনজুরির কারণে ফাইনাল খেলছেন না!

ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও ফিজিও বায়েজিদ ইসলাম খানকে খুঁজতে ব্যস্ত সংবাদকর্মীরা।

টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেল উরুর সন্ধিস্থলে টান লেগেছিল বিশ্বসেরা অলরাউন্ডারের। অবশ্য টানটা শুক্রবার অনুশীলনের সময় পেয়েছিলেন সাকিব। গুরুতর না হওয়ায় অনুশীলন চালিয়ে গিয়েছিলেন।

শনিবারও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়ে সাকিব অনেকটা সময় নেটে ব্যাটিং করেছেন। কিন্তু নেট থেকে ফেরার পর মাত্রাতিরক্ত ব্যাথ্যা অনুভব করে সবাইকে চিন্তায় ফেলে দেন! ড্রেসিং রুমে সাকিবকেও পাওয়া গেল বিষন্ন চেহারায়। খানিকটা চাপ তার মধ্যেই ঢুকে গিয়েছিল।

কিন্তু ঘন্টাখানেক পরই সুসংবাদ দিলেন দলের ফিজিও। জানালেন ম্যাচ খেলার আগে সুস্থ হয়ে যাবেন সাকিব।

ফিজিও বায়েজিদ ইসলাম খান বলেছেন,‘সাকিবের ম্যাচ খেলা নিয়ে কোনো সংশয় নেই। শুক্রবারই সে বাম উরুতে চোট পেয়েছিল। তাকে আজ বিশ্রামে থাকতে বলা হয়েছিল। কিন্তু দলের সঙ্গে মাঠে এসে সে ব্যাটিং অনুশীলন করে। নেটে ব্যাটিংয়ের সময় তার চোট আরও বেড়ে যায়। এ মুহুর্তে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

আপাতত সাকিবকে নিয়ে দু:চিন্তা কেটে গেছে। শুক্রবার থেকে হিসেব করে তাকে ৪৮ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই