সাক্ষ্য দিলেন রাজনের বাবা

সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে রাজনের বাবা আজিজুর রহমান ও বরখাস্ত হওয়া এসআই আমিনুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন।

মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, বৃহস্পতিবার রাজন হত্যার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল। দুপুর ১২টার দিকে মহানগর দায়রা জজ আকর হোসেন মৃধার আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

তিনি আরো জানান, আজ আদালতে রাজন হত্যার বাদী জালালাবাদ থানার বরখাস্তকৃত এসআই আমিনুল ইসলাম, রাজনের বাবা আজিজুর রহমান ও মা লুবনা বেগমের সাক্ষ্য প্রদানের কথা ছিল। কিন্তু রাজনের মা অসুস্থ থাকার কারণে তিনি আদালতে আসতে পারেননি।

তবে এসআই আমিনুল ইসলাম ও রাজনের বাবা আজিজুর রহমান সাক্ষ্য দিয়েছেন বলে জানান পিপি মফুর।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ১৩ আসামির বিচার শুরুর আদেশ দিয়ে আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য রেখেছিলেন মহানগর দায়রা জজ আদালত।

আজকের পর আগামী ৪ ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবরও সাক্ষ্য নেয়া হবে। এই মামলায় ৯ কার্য দিবসে রাষ্ট্রপক্ষ মোট ৩৮ জন সাক্ষীর সাক্ষ্য নেবেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।



মন্তব্য চালু নেই