সাগরপাড়ে যে অজানা রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা (দেখুন ছবিতে)

সাগরের সৈকত মানুষকে কেন টানে? প্রকৃতিপ্রেমী মানুষ সাগর সৈকতে ছুটে যান আঁছড়ে পড়া ঢেউ আর সাগরের বিশালতার সন্ধানে। বাতাসের গতি আর জোয়ার -ভাটার খেলায় আঁছড়ে পড়া ঢেউ মানুষকে টানে অনাদিকাল ধরে। তবে ইংল্যান্ডের ডোরসেট সৈকতে সম্প্রতি দেখা যাচেছ নতুন এক ধরনের ঢেউ। কাকতালীয়ভাবে নয় বরং বেশ কিছুদিন ধরে নিয়মিত দেখা যাচ্ছে এই ঢেউ।

শিল্পীর তুলিতে আঁকা আল্পনার মতো নতুন ধরনের ঢেউয়ের রহস্য এখনও অজানা বিজ্ঞানীদের। তবে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা।

beach-cusps-sand-patterns-waves-21

গবেষকরা দেখেছেন, প্রতিবার একইভাবে সাগরপাড়ে আঁছড়ে পড়ে এই ঢেউ। বিশেষ করে ঝড়ের পর তা বেশি করে দেখা যায়।

beach-cusps-sand-patterns-waves-2

সাগরের ঢেউ সম্পর্কিত ‘এজ’ তত্ত্ব দিয়ে এই ঢেউ এর ব্যাখ্যা খুঁজছেন বিজ্ঞানীরা। তবে তাতেও আসেনি পুরোপুরি সফলতা। পরে গবেষকরা দারস্থ হলেন ‘সেলফ-অরগানাইজেশন‘ তত্ত্বের। তবে তাতেও মিলেনি কুল। তবে এখন পর্যন্ত চালানো গবেষণায় বিজ্ঞানীরা দুই তত্বের মিশ্রণের মাধ্যমে একটা ব্যাখ্যা দাড় করিয়েছেন। তাতেও মিলছে না স্বস্তি। চলছে আরো গবেষণা। তবে সৈকতের এই অজানা রুপ এখনই টানছে পর্যটকদের।

beach-cusps-sand-patterns-waves-1 beach-cusps-sand-patterns-waves-4



মন্তব্য চালু নেই