সাগর থেকে উদ্ধার হলো ১০ মাসের শিশু

অলৌকিকভাবে সাগর থেকে উদ্ধার হলো ১০ মাস বয়সী এক শিশু। ভাসমান খেলনায় তীরের প্রায় ১ কিলোমিটার দূরে ভাসছিল মেল্ডা লিগুন নামের এ শিশু। সারগতীরে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা শিশুটিকে দেখে কোস্ট গার্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

মজার ব্যাপার, কোস্ট গার্ডের উদ্ধার তৎপরতা দেখে শিশুটির পরিবার টের পায়, প্রায় এক ঘণ্টা আগেই হারিয়ে গেছে মেল্ডা।

টার্কির সাগরতীরে বেড়াতে যায় মেল্ডার পরিবার। গত ৪ জুলাই সুইমিং পুলে ভেসে থাকার এক খেলনায় মেল্ডাকে ভাসিয়ে পরিবারের সকলেই নামেন পানিতে। কিছুক্ষণ পরে সাগর থেকে সকলেই উঠে আসেন, ভুলে যান মেল্ডার কথা।

AVfBdt0

সাগরতীরের মানুষজন সাগরের বেশ খানিকটা ভিতরে ভাসমান মেল্ডাকে দেখে আতংকগ্রস্থ হয়ে পড়ে। তাদের চিৎকারেই কোস্ট গার্ড শিশুটিকে বাঁচাতে নৌযান নিয়ে সাগরে যান। মানুষজনের জটলা দেখে কৌতুহলি হয়ে সেখানে যান মেল্ডার পরিবার। জানতে পারেন সাগরে ভাসমান শিশুর কথা। তখনই মনে পড়ে- আরে! মেল্ডা কোথায়?



মন্তব্য চালু নেই