সাঙ্গাকারাকে দলে পেতে আগ্রহী পাকিস্তান

ভিভ রিচার্ডসকে নেওয়ার চেষ্টা সফল হয়নি। তবে তাতে হতাশ না হয়ে কুমার সাঙ্গাকারার দিকে হাত বাড়িয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার সফলতম ব্যাটসম্যানকে তারা দলে নিতে চায় ব্যাটিং পরামর্শক হিসেবে।

ক্যারিবীয় কিংবদন্তি রিচার্ডসকে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শক হিসেবে নিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু আর্থিক বিষয়ে সমঝোতা না হওয়ায় সেই প্রচেষ্টা সফল হয়নি। এবার আরেক কিংবদন্তি সাঙ্গাকারার দিকে চোখ পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তাদের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার জন্য আমরা কুমার সাঙ্গাকারার নাম বিবেচনা করছি। যদিও এ ব্যাপারে এখনো কিছু চূড়ান্ত হয়নি। সবার আগে দেখতে হবে তাঁর উপস্থিতির সুবিধা আমাদের দল কতটা নিতে পারে।’

সদ্যসমাপ্ত পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পরামর্শকের দায়িত্ব পালন করেছেন রিচার্ডস। সাঙ্গাকারা আবার খেলেছেন এই দলেই। টুর্নামেন্টে চার ম্যাচে একটি ফিফটিসহ ১২৯ রান করা শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যানের উপস্থিতি ভালোই সাড়া ফেলেছে পিএসএলের প্রথম আসরে। শাহরিয়ার খানও সাঙ্গাকারাকে পাওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত। তবে এখনই পাকিস্তানের ক্রিকেট-ভক্তদের ‘পাকা কথা’ দিতে পারছেন না তিনি, ‘নিঃসন্দেহে তিনি আমাদের বিবেচনায় আছেন। শিগগিরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। শনিবার ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে বাংলাদেশে যাব বলে আমি কিছুটা ব্যস্ত।’

সাঙ্গাকারাকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও আরেকটি বিষয়ে নিশ্চিত তথ্য দিয়েছেন শাহরিয়ার খান। তিনি জানিয়েছেন, এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। আগের বোলিং কোচ মুশতাক আহমেদ ফিরে যাবেন লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে। আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ড সফর পর্যন্ত প্রধান কোচ ওয়াকার ইউনিসের দায়িত্বে থাকার কথা জানিয়ে পিসিবির চেয়ারম্যানের মন্তব্য, ‘ওই সফরের পর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব তাঁর চুক্তি নবায়ন করা হবে কি না।’



মন্তব্য চালু নেই