সাঙ্গার চোখে সেরা নন শচীন

লঙ্কান ক্রিকেটের সাবেক অধিনায়ক ও জীবন্ত কিংবদন্তী কুমার সাঙ্গাকারার পছন্দের সর্বকালের সেরা ক্রিকেট একাদশে জায়গা পাননি অস্ট্রেলিয়ান ডন ব্র্যাডম্যান, ক্যারিবিয়ান ভিভ রিচার্ডস, ভারতের শচীন টেন্ডুলকারের মতো রথী-মহারথীরা। নিজেকেও জায়গা দেননি পছন্দের তালিকায়।

১৩৪ টেস্ট ম্যাচে ১২ হাজার ৪০০ রান এবং ৪০৪ ওয়ানডে ম্যাচে ১৪ হাজার ২৩৪ রানের মালিক সাঙ্গার একাদশে ব্যাডম্যানদের দেশের সর্বাধিক চারজন ঠিকই জায়গা করে নিয়েছেন।

গত বছরেই জাতীয় দল থেকে অবসর নেয়া এই শৈল্পিক ব্যাটসম্যানের স্বদেশী তিনজন ছাড়াও ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের একজন করে খেলোয়াড় রয়েছেন সর্বকালের সেরা একাদশে।

সাঙ্গার সর্বকালের সেরা একাদশ: ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), রাহুল দ্রাবিড় (ভারত), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), অরবিন্দ ডি সিলভা (শ্রীলংকা), জক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), এডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলংকা), ওয়াসিম আকরাম (পাকিস্তান) ও চামিন্দা ভাস (শ্রীলংকা)।



মন্তব্য চালু নেই