সাতক্ষীরার আশাশুনিতে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

‘মাদক কে না বল’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ রবিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা সাকিলের সভাপতিত্বে জিটিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি অসীম চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও যুবনেতা আলমগীর আলম লিটন, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ প্রমুখ।

বক্তরা বলেন, অপরাধী ও সন্ত্রাসীচক্র যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। অন্যায় করে কেউ পার পাবেনা। আপনারা সহযোগীতার হাত সম্প্রসারিত করুন আমরা তাদেরকে গ্রেফতার ও প্রতিহত করব। অপরাধীরা সমাজের শত্রু, দেশের শত্রু, সকলের শত্রু। ###



মন্তব্য চালু নেই