সাতক্ষীরার এল্লারচরে টাইটানিকের আদলে নির্মান করা হয়েছে পূজা মন্ডপ

সাতক্ষীরার সব চেয়ে আকর্ষনীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে সদর উপজেলার এল্লারচর পুরাতন পূজা মন্ডপে। অপরুপ সাজে সাজানো হয়েছে মন্ডপটি।

টাইটানিকের আদলে তৈরী করা হয়েছে মন্ডপটি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মন্ডপে গিয়ে দেখা গেছে, হাজার হাজার মানুষের ভীড়। শুধু হিন্দু সম্প্রদয়ের মানুষ নয়, সেখানে সকল ধর্মের মানুষের যেনো মিলন মেলা বসেছে।

মন্পপের বাইরে এল্লারচর-সাতক্ষীরা সড়কের একাধিক স্থানে তৈরী হয়েছে চোখ ধাঁধালো আলোকসজ্জা।

মন্ডপের চারিপাশে কঠোর নিরাপত্তা। মোড়ে মোড়ে মোতায়ের করা হয়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য। এর বাইরে ওই পূজা মন্ডপ আয়োজন কমিটির সেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে যাতে কোন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।

মন্ডপটি দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামলেও সেখানে নেই কোন বিশৃঙ্খলা।



মন্তব্য চালু নেই