সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬০ পিচ স্বর্ণের বার উদ্ধার

ভারতে পাচার কালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে সাত কেজি ওজনের ৬০ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের জহুরুল ইসলামের বাড়ি তল্লাশী চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের মূল্য প্রায় আড়াই কেটি টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকসি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সাত কেজি ওজনের ৬০ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই