সাতক্ষীরার গাজীপুর সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

সীমান্তে ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার গাজীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন : গাজীপুর জেলার বারেন্দা গ্রামের জসিম উদ্দীন (২২), মোশারফ হোসেন (২৯), স্বপন শিকদার (২৯), হযরত আলী (১৯), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার কাঁঠালিয়া গ্রামের নজরুল ইসলাম (২০), এরশাদ আলী (২০), এবং পাভেল (২০), একই থানার দিপধারা গ্রামের সবুজ আহমেদ (২২), রেজাউল ইসলাম (১৯), আ. আহাদ (২৩) এবং হেলাল মিয়া (৩০), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গড়েঙ্গা গ্রামের আরিফ (২৬), সালেহ আহমেদ (২৮), পাভেল (২৩), জিল্লুর রহমান (৩২), তারা মিয়া (৪২) এবং ঠাকুরগাও জেলার রানিশংকর থানার রসুলপুর গ্রামের তছলিম আলম (৪৬), মমিন (৪৪) এবং দবিরুল ইসলাম (৪৯)।
আটককৃতরা জানান, তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে বিনা পাসপোর্টে সীমান্ত পেরিয়ে ভারতে যাচ্ছিল। সাতক্ষীরা ৩৮ বিজিবির গাজীপুর কম্পানি কমান্ডার নায়েব সুবেদার হায়দার আলী জানান, বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। দুপুর ১২টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই