সাতক্ষীরার তালায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কয়েকদিনের টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি অব্যাহত থাকলে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক জানান, ইতোমধ্যে ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলগুলোর শ্রেণিকক্ষে হাটু পানি উঠে গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।

তালার রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালানোর মতো পরিস্থিতি নেই। কোথাও হাটু পানি, কোথাও কোমর পানি। আসবাবপত্রসহ কাগজপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

তালা উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও) মাহবুবুর রহমান জানান, তালা মহিলা কলেজ, শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান দুর্যোগ পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার হোসেন জানান, কলারোয়ার গাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠে গেছে। তবে, ওই স্কুলের শিক্ষা কার্যক্রম পার্শ্ববর্তী একটি মসজিদে চলছে। এছাড়া একটি বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানেও শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। পরিস্থিতির অবনতি হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে।



মন্তব্য চালু নেই