প্রতিবাদে ছাত্রমৈত্রী নেতাকে মারধর

সাতক্ষীরায় এমপি কন্যাকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ নেতার কারাদন্ড

আবুল কাসেম, স্পেশাল করেসপনডেন্ট, সাতক্ষীরা : সাতক্ষীরায় এক সংসদ সদস্যের কলেজ পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আশিকুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন রোববার দুপুরে এই রায় দেন।
এদিকে, ছাত্রলীগ নেতাকে কারাদন্ড দিয়ে জেলে পাঠানোয় দলের ক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রমৈত্রী নেতা পলাশকে মারধর করেছে। এ নিয়ে কলেজ পাড়ায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ শেখ জানান, সাংসদ কন্যা সাতক্ষীরা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। একই কলেজে দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান। তিনি জানান, আশিকুর প্রায়ই মেয়েটিকে কলেজে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে। রোববারও একই যুবক মেয়েটিকে কলেজ যাওয়ার পথে উত্ত্যক্ত করে।
তিনি জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাবার পর পুলিশ আশিকুরকে হাতেনাতে গ্রেফতার করে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মনিরা পারভিনের আদালতে নিয়ে আসে। আদালত শুনানী শেষে আশিকুরকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এরপরই তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আশিকুর সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র লীগের ইয়ার কমিটির সভাপতি।
এদিকে, এ ঘটনার জেরে কলেজের আশিকুর অনুগত ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রমৈত্রীর নেতা পলাশকে মারধর করেছে। পলাশ দ্রুতবেগে দৌড়ে অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেন। পরে ছাত্রলীগ অধ্যক্ষের কক্ষ ঘিরে ফেলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অধ্যক্ষ লিয়াকত পারভেজ জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে।



মন্তব্য চালু নেই