সাতক্ষীরায় বই বিতরণ উৎসরের উদ্বোধন

বিনামূল্যে বই বিতরণ উপলক্ষে সাতক্ষীরায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে শুক্রবার সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের খুলনার উপ-পরিচালক পারভীন আক্তার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা খাতুন প্রমুখ।
সাতক্ষীরা জেলায় প্রায় ২২শ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪১ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানকে উন্নত করার জন্য নানা কর্মসূচী গ্রহন করেছেন। নতুন বছরের শুরুতে যাতে সকলে এক যোগে বই পাই তার জন্য দেশে প্রায় ৩৩ কোটি ৩৭ লক্ষ বই বিনামূল্যে বিতরণ করছে সরকার। বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে গরীব মেধাবী ছাত্র/ছাত্রীরা সহযে পড়াশোনা করতে পারবে। তিনি ছাত্র/ছাত্রীদের লেখা পড়ায় অধিক মোনোযোগী হতে বলেন।



মন্তব্য চালু নেই