সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা নিহত : গ্রেফতার ৩৫

সাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মোজাফফর সানা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

শুক্রবার ভোরে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজফফর সানা দোহার গ্রামের আবদুল গফফার সানার ছেলে।

এদিকে, জেলাব্যাপী অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, ভোরে মাগুরা ইউনিয়নের চারাব টতলা এলাকায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টহলে ছিল। এ সময় মোটরসাইকেলে তিনজন আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। পরে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হয়। অপর দুই সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় শার্টারগান, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ মোজাফফর সানাকে আহত অবস্থায় তালা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, মোজফফর সানার বিরুদ্ধে সাতক্ষীরা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় চারটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই