সাতক্ষীরা জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা

unnamed-1ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদ-উল আযহা আমাদের মাঝে ফিরে আসে। ঈদ-উল-আযহার এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতিবন্ধনের মাধ্যমে দূর হয়ে যাক সকল বিভাজন, অপসারিত হোক অনৈক্য আর বিভেদ।

স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা এই দিনের অন্যতম শিক্ষা। প্রযুক্তিনির্ভর সুথী সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয় নিয়ে এবং মুক্তিযুদ্ধের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার এখনই সময়।

সাম্প্রদায়িকতার আবরণ ছিন্ন করে আসুন সবাই এই দিনে এক কাতারে শামিল হই। সবার সাথে আনন্দ ভাগাভাগি করে ত্যাগের মহিমায় শান্তি ও সমৃদ্ধির বারতায় পূর্ণ হয়ে উঠুক ঈদ। তাছাড়া ঈদ-উল-আযহার পবিত্রতা রক্ষার লক্ষ্যে নির্ধারিত স্থানে পশু কোরবানী করি আর নিজ নিজ দায়িত্বে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে সবাই উদ্যোগী হই।

সাতক্ষীরাবাসীর নির্মল ঈদ উদ্যাপনের প্রত্যাশায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং জেলা প্রশাসন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-উদ-আযহার অনাবিল শুভেচ্ছা- ঈদ মোবারক।



মন্তব্য চালু নেই