সাতক্ষীরা প্রেসক্লাবে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণসভা

গভীর শ্রদ্ধা ও ভালবাসায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনকে স্মরণ করলেন সাতক্ষীরার সাংবাদিকবৃন্দ।
বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাব এই স্মরণ সভার আয়োজন করে।
প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক অধ্যাপক আবু আহমেদ, কল্যাণ ব্যানার্জি, সুভাষ চৌধুরী, শেখ আবদুল ওয়াজেদ কচি, মিজানুর রহমান, মমতাজ আহমেদ বাপী, গোলাম সরোয়ার, ফারুক মাহবুবুর রহমান, কাজী শওকাত হোসেন ময়না, বরুন ব্যানার্জী, সেলিম রেজা মুকুল, মনিরুল ইসলাম মনি, আব্দুল জলিল প্রমুখ।
বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ মোনাজাত উদ্দিনকে অনুসরণের আহবান জানিয়ে বলেন, দারিদ্র্যতার কষাঘাতে জর্জরিত হয়েও মোনাজাত উদ্দিন কখনো নীতিবিচ্যূত হননি। সাংবাদিকতায় তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। পায়ে হেটে পথে ঘুরে সংবাদ সংগ্রহে তিনি ছিলেন নির্ভীক চিত্তের।
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফেরির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এই চারণ সাংবাদিকের।



মন্তব্য চালু নেই