সানির কারণেই রাজনীতি শেষ!

সানি লিওনের সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে ক্যারিয়ার শেষ হতে বসেছে অস্ট্রেলিয়ার এক রাজনৈতিক নেতার।

অস্ট্রেলিয়ার থমাসটাউনের নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নীতিন গুরসাহানি। এ সময়ই সানি তার মেলবোর্ন ট্যুর করতে অস্ট্রেলিয়া পৌঁছান।

আর নীতিন সানিকে সেই ট্যুরে প্রচার করার কাজে খানিকটা সাহায্য করেছিলেন। এইটাই তার সবচেয়ে বড় অপরাধ। এ বিষয়টা প্রকাশিত হওয়ামাত্র নীতিনের নির্বাচনে দাঁড়ানো তো বন্ধ হয়েই যায়। এছাড়া দল থেকে সদস্যপদও বাতিল হতে চলেছে তার।

দল জানিয়েছে, একটা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও সানি লিওনের সঙ্গে নাম জড়ানোটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। শুধু তাই নয়।

তারা আরো জানিয়েছে, সানির ট্যুরের প্রচার কাজে যুক্ত থাকার বিষয়টি নীতিন আনুষ্ঠানিকভাবে তার দলকে জানাননি। তাই তাকে দল থেকে বহিষ্কার করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে নীতিনেরও সপক্ষে যুক্তি রয়েছে।

তিনি জানিয়েছেন, এটি তার পারিবারিক ব্যবসা। সানির ওই ট্যুরে ম্যানেজারের কাজ করতে হয়েছে তাকে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।



মন্তব্য চালু নেই