সানির জন্য ক্রিকেট মাঠে ষোল ছক্কার ঝড়

সানি লিওনের নতুন সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ মুক্তি পেতে চলেছে আগামী শুক্রবার। তারই প্রচার অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজধানী দিল্লিতে। ব্যস্ততার মধ্যেও সময় বার করে সানি লিওনি চলে এলেন জহির খানদের হয়ে গলা ফাটাতে।

বুধবারের ফিরোজ শা কোটলার রাত রঙিন হয়ে উঠল সানি লিওনির ঝলমলে উপস্থিতিতে। লাল রংয়ের টি-শার্ট এবং নীল রংয়ের জিন্‌সে সুন্দরী ‘মস্তিজাদে’ সানি আলোড়ন তুলে দিলেন গ্যালারিতে।

ম্যাচের বিরতিতে সানি বলেও ফেললেন, ‘ক্রিকেটে ছক্কা দেখতে আমার সবচেয়ে ভাল লাগে।’ বুধবারের টানটান ম্যাচ নিশ্চয়ই তার মনও ভরিয়ে দিয়েছে। ৪০ ওভারের ম্যাচে ১৬টি ছক্কা মারলেন দু’দলের ব্যাটসম্যানরা। তার মধ্যে দিল্লির ক্রিস মরিস একাই হাঁকালেন আটটি ছক্কা।

রায়নাদের ১৭২ রানের জবাবে যদিও দিল্লি থামল ১৭১ রানে! প্রথমে ব্যাট করা গুজরাটকে ঝোড়ো শুরু পাইয়ে দেন ব্রেন্ডন ম্যাকালাম (৩৬ বলে ৬০) ও ডোয়েন স্মিথ (৩০ বলে ৫৩)। দু’জনের জুটিতে চলতি আইপিএলের দ্রুততম পঞ্চাশ ও একশোও হয়। গুজরাত পঞ্চাশ রানে পৌঁছয় ৩.৫ ওভারে। একশো আসে নবম ওভারে। দিল্লির ক্রিস মরিস ২ উইকেটের পাশাপাশি করেন ৩২ বলে ৮২।



মন্তব্য চালু নেই