সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি

একটি ৭ ফুট লম্বা ময়াল সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানকার কিশোর সঙ্ঘ নামে একটি ক্লাবের পূজার অনুষ্ঠান চলছিল।

সেই সময় মণ্ডপের পাশে জলাভূমির মধ্যে দেখতে পাওয়া যায় বৃহৎ আকৃতির ময়াল সাপটিকে। ক্লাব সদস্যরা কোনো রকমে সাপটিকে একটি খাঁচার মধ্যে আটকে ফেলতে সমর্থ হন। তার পরেই খবর দেয়া হয় বন দফতরে। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও বন দফতরের কর্মীদের দেখা মেলেনি।

এদিকে ছোট খাঁচার মধ্যে সাপটিকে রাখার ফলে সাপটি খাঁচা থেকে বার বার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে এবং অনেকটা সফলও হয়। এর ফলে সাপটিকে দেখতে আসা লোকজনদের মধ্যে আতঙ্কে হুলুস্থুল পড়ে যায়। ক্লাব সদস্যরা ফের কোনো রকমে সাপটিকে খাঁচার মধ্যে বন্দি করে।

অনেক পরে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে লোকালয়ের মধ্যে এই ধরনের সাপ এলো কীভাবে সেই বিষয়ে খুব একটা আলোকপাত করতে পারেননি দফতরের কর্মীরা এবং ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটতে পারে ভেবে, তা নিয়ে বেশ চিন্তিত এলাকার মানুষ।-এবেলা



মন্তব্য চালু নেই