সাবধাণ শারীরিক সম্পর্কে হতে পারে জিকা ভাইরাস!

জিকা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর থেকে বলা হচ্ছিল, শুধু মশার কামড়ে এই ভাইরাস ছড়াচ্ছে। কিন্তু মার্কি বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় দেখা গেছে, শারীরিক সম্পর্কের মাধ্যমেও এই ভাইরাস ছড়াচ্ছে। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল জানিয়েছে, টেক্সাসের ডালাসে জিকা ভাইরাসে আক্রান্ত এক রোগীর চিকিত্সা করতে গিয়ে দেখা যায়, তিনি শারীরিক সম্পর্কের মাধ্যমে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হন। ঐ রোগী নিজে জিকা ভাইরাস-অধ্যুষিত অঞ্চলে যাননি। কিন্তু তার সঙ্গী সম্প্রতি ভেনেজুয়েলা থেকে এসেছেন। খবর-ওয়েবসাইড



মন্তব্য চালু নেই