সাবধান! ফেসবুক ইনবক্সের ভিডিওতে ক্লিক করেছেন তো মরেছেন

আমরা অনেক সময় অপরিচিত বন্ধুদের কাছ থেকে আমাদের ইনবক্সে ভিডিও লিংক পেয়ে থাকি। অনেক সময় ওই ভিডিও লিংকটিতে নিজের ছবিই দেখা যায়। কৌতুহল বশত আমরাও ক্লিক করে বসি। আর যখনই ক্লিক করি, তখনই কিন্তু ফেঁসে যাচ্ছি! অর্থাৎ আমি ক্লিক করলাম আর সাথে সাথে আমার অন্য ফ্রেন্ডদের ইনবক্সে তা চলে যাবে।

এটি মূলত একটি ফেসবুক এপিআই। instagram.comনামে এই লিংকটি ছাড়ানো হচ্ছে। যেটিকে বলা হচ্ছে স্ক্রিপট। ফেসবুকে নতুন ধরনের বাগ এটি।

ম্যালওয়ার গোছের এই লিংকটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা থেকে শুরু করে নানা ভাবে আপনাকে হেনস্তা করতে পারে। এমনকি ম্যালওয়্যারটি আপনার ই-মেইল অ্যাকাউন্টকেও ক্ষতিগ্রস্থ করতে পারে। তাই সাবধান।



মন্তব্য চালু নেই