সাবধান! মাত্র ২ মিনিটেই হ্যাক হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ…

আপনার সঙ্গী বা সঙ্গিনী কি আপনাকে সন্দেহ করে? আপনি গোপনে পরকিয়া করেন? তবে সাবধান। অসতর্ক থাকলে মাত্র ২ মিনিটে আপনার হোটাসঅ্যাপের উপরে নজরদারী শুরু হতেই পারে।

আপনার হোয়াটসঅ্যাপে যে কেউ উঁকি মারতে পারে। শুধু উঁকি মারাই নয়, রীতিমতো নজরদারি চালাতে পারে। মাত্র কয়েক মিনিটের জন্য আপনার মোবাইল ফোনটি হাতে নিয়েই আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করা যায়। কেমন করে এটা সম্ভব, তা নিজে করে দেখে নিতে পারেন।

জেনে নিন কীভাবে—
১। প্রথমে নিজের ফোনের ব্রাউজারের ‘রিকোয়েস্ট ডেস্কটপ সাইট’ অপশন অন করুন।
২। ফোনের ওয়েব ব্রাউজার খুলে https://web.whatsapp.com/-এ যান।
৩। সেখানে একটি কিউআর কোড দেখতে পাবেন।
৪। ওই ফোনটির হোয়াটসঅ্যাপ খুলে মেনুতে গিয়ে ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ সিলেক্ট করতে হবে। সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে যাবে।
৫। এবার আপনার ফোনের কিউআর কোডের উপরে দ্বিতীয় ফোনের ক্যামেরাটি ফোকাস করে ধরুন। কিছুক্ষণের মধ্যেই আপনার ফোনের কিউআর কোড দ্বিতীয় ফোন রিড করে নেবে।

আপনার কাজ প্রায় শেষ। কিউআর কোড অ্যাকসেস হয়ে গেলেই কেল্লাফতে।

দ্বিতীয় ফোনের যাবতীয় তথ্য এবার আপনার নখদর্পণে এসে যাবে। আপনি জানতে পারবেন, কার কাছে কী টেক্সট, কী ছবি যাচ্ছে কিংবা কোথা থেকে কী আসছে। এমনকী, প্রথম ফোনটি থেকে দ্বিতীয় ফোনটির হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ চালাচালিও করা যাবে।



মন্তব্য চালু নেই