সাবেক বর্তমানের মেলবন্ধনে যমুনা রিসোর্টে ইফতার

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: ফুরফুরে বাতাস। নদীর কলকল শব্দ। লালচে আকাশ। দু-চারটা পাখির আওয়াজ। প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে ভরপুর। পরিবেশটাই অসাধারণ মনোরম। এমন মনোরম পরিবেশে ইফতার করার মজাই আলাদা। আর তা যদি হয় নিজের এলাকার সাবেক-বর্তমান ভাইদের সাথে তাহলে তার আনন্দ যেন বহুগুন বেড়ে যায়। বিকেল থেকেই শুরু হয় জায়গা দখলের পালা। যমুনা পূর্বপাড়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রথমবারের মতো যমুনা রিসোর্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। গত বুধবার এ আয়োজন করে যমুনা পূর্বপাড়ের শিক্ষার্থীরা। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার মো আব্দুল মতিন সরকার। তিনি বলেন প্রথম বারের মত আয়োজিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের উদ্দেশ্য হল সবাই ঐক্য হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে বিশ্ববিদ্যালয়মুখী করা এবং তাদেরকে নানাবিদ পরামর্শ দেয়া এমনকি তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার জন্য উ্পস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যাল্যের শিক্ষার্থীদের অনুরোধ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক শফিউদ্দন তালুকদার। তিনি তিনি গরিব দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য করার পাশাপাশি সমাজ ও দেশ নিয়ে কাজ করার জন্য উপস্থিত শিক্ষার্থীদের আহ্বান করেন। উক্ত অনুষ্ঠানে ঢাবি,রাবি, চবি,জবি,ইবি,বুটেক্স সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্টানের আয়োজনে ছিলেন সিকদার মুহাম্মদ মাসুম পারভেজ (রাবি), শরিফ রেহমান(ঢাবি),ইউসুফ শেখ (ঢাবি),আরিফুল ইসলাম(জাবি), আবু বকর (ঢাবি)।



মন্তব্য চালু নেই