সাবেক ভারতীয় কূটনীতিকদের চোখে প্রধানমন্ত্রীর ভারত সফর

বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিকরা বলছেন, গত এক দশকে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক যখন সবচেয়ে ভালো অবস্থায় তখন এ সফর খুব গুরুত্বপূর্ণ। রাজনৈতিক-অর্থনৈতিক সব দিক বিবেচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে ঐতিহাসিকও বলেছেন তারা।

তারা মনে করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের অর্থনৈতিক বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে। আর তিস্তা চুক্তি নিয়ে সন্দেহ থাকলেও সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা সহযোগিতাসহ নিজেদের স্বার্থ বিবেচনায় দুই দেশ ভবিষ্যতের যৌথ রোডম্যাপ তৈরি করতে পারবে বলেও তারা আশাবাদী।

তিস্তা ইস্যুতে তারা এ মুহূর্তে খুব আশাবাদী না হলেও জোর দিয়েই বলেছেন, যে কোনো ভারতীয়র কাছেই এক নম্বর আন্তর্জাতিক বন্ধুর নাম বাংলাদেশ। তবে তারা মনে করেন, শুধু চুক্তি হলেই হবে না, বরং তা বাস্তবায়নের ধারাবাহিকতা দু’ দেশকেই রাখতে হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ৩ দিনের সফরে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই