সাবেক মন্ত্রী আতা উদ্দিন খান এর ইন্তেকাল

সাবেক মন্ত্রী ও সাংসদ, বরেণ্য শিক্ষাবিদ ও সমাজসেবক, মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল ও কলেজের চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজ এর ভাইস-চেয়ারম্যান এবং অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব আতা উদ্দিন খান সোমবার (৩০ নভেম্বর ২০১৫) সকাল ৭.৩০ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে ঢাকার মোহাম্মদপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা আজ বাদ যোহর মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

BANGLADESH UNIVERSITYবর্নাঢ্য কর্মজীবনের অধিকারী জনাব খান ১৯৬৫ ও ১৯৭৯ সালে যথাক্রমে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পূর্ব পাকিস্তান সেন্সর বোর্ড, আরব ওয়ার রিলিফ ফান্ড ও প্রাদেশিক যোগাযোগ কর্তৃপক্ষের সদস্য ছিলেন।
Pic-Ata Uddin Khan-Finalএছাড়া তিনি দোহার-নওয়াবগঞ্জ ডিগ্রি কলেজ, ইষ্টার্ন নিউজ এজেন্সি এবং বৃহত্তর ঢাকা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঢাকা ডায়াবেটিক সংস্থার আজীবন সদস্য হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

জনাব আতা উদ্দিন খান ১৯৯৩ সালে সমাজসেবা ও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য “তর্কবাগিশ মেডেল ও সনদ” অর্জন করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই