সাব্বিরের ব্যাপারে তাড়াহুড়া করবে না বিসিবি

বছরখানেক আগে টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে জাতীয় দলে ঢুকলেও পরবর্তীতে জায়গা পাকা করে নিয়েছেন ওয়ানডে দলেও। তবে দীর্ঘ পরিসরের ক্রিকেট তথা টেস্ট ক্রিকেটে এখনো দলে ডাক পাননি সাব্বির রহমান। সর্বশেষ ‘এ’ দলের হয়ে ভারত সফরে একটি তিন দিনের ম্যাচে খেলেছেন ১২২ রানের ঝকঝকে এক সেঞ্চুরি, কড়া নেড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডের দুয়ারেও।

তবে টেস্ট ক্রিকেটে হুট করেই সাব্বিরকে নামিয়ে দেওয়ার পরিকল্পনা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বরং আরো পরিণত ও প্রস্তুত করে তাকে গড়ে তোলার দিকেই নজর দিচ্ছে বিসিবি। এ সম্পর্কে প্রধান নির্বাচক ফারুক আহমেদ ইএসপিএন ক্রিকইনফোকে বলেন,‘আমরা আরো কয়েকজনের মতোই তাকে ‘এ’ দলে যাচাই করে দেখছি। ঐ দলটির দিকে তাকালে আপনি দেখবেন সেখানে বেশকিছু খেলোয়াড় আছে যারা এখনো টেস্ট দলে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। ‘এ’ দলের ম্যাচগুলো এই ক্রিকেটারদের জন্য ও জাতীয় দল নির্বাচনের জন্য গুরূত্বপুর্ণ। আমরা চাই তারা সব ফরম্যাটেই ভাল খেলুক।’

অন্যদিকে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ ম্যাল লয়ে সাব্বিরের মধ্যে দেখছেন সব ফরম্যাটের জন্য দারূণ এক কার্যকরী ক্রিকেটার হয়ে ওঠার সম্ভাবনা, ‘আমি মনে করি প্রকৃতিপ্রদত্ত প্রতিভার অধিকারি খেলোয়াড়েরা খেলাটির সব ফরম্যাটেই মানিয়ে নিতে সক্ষম। এ নিয়ে আমি সাব্বিরের সাথেও কথা বলেছি, সব ফরম্যাটেই তার মানিয়ে না নিতে পারার একটি কারণও আমি দেখি না।’

এ লক্ষ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সাব্বিরকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে উঠে আসার পরামর্শ দিয়েছেন লয়ে, যাতে খেলতে পারেন লম্বা ইনিংস, করতে পারেন সেঞ্চুরি। এ ছাড়া ব্যাকফুটের খেলায় আরো পারদর্শী হতে এ নিয়ে কঠোর পরিশ্রম করার উপদেশ দিয়েছেন সাব্বিরকে। এখন দেখার অপেক্ষা, সাব্বির তার পরামর্শ মেনে আদৌ টেস্ট দলের দুয়ার খুলতে পারেন কি না!

সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো



মন্তব্য চালু নেই