সাভারের জলাশয়গুলো অতিথি পাখিতে মুখরিত

শীতের আগমন বার্তার সাথে সাথে সাভারের জলাশয়গুলো অতিথি পাখিতে মুখরিত হয়ে উঠেছে।

শীতের বার্তার আগমনে অর্থাৎ নভেম্বর মাস এর শুরুর সাথে সাথে বিশ্বের বিভিন্ন শীত প্রধান দেশ থেকে বরফের কনকনে ঠাণ্ডার প্রকোপ থেকে বাঁচতে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে অতিথি পাখিরা আসতে শুরু করে সাভারের বিভিন্ন জলাশয়গুলোতে ।

বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউট(বিএলআই),  সহ সাভার,আশুলিয়ার অধিকাংশ জলাশয়গুলো পাখিদের অবস্থান চোখে পড়ার মত । অতিথি পাখিদের মধ্যে হাঁস জাতীয় পাখির সংখ্যাই বেশি ।

এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, প্রায় এক যুগের বেশি সময় ধরে প্রতিবছর অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দিকে অতিথি পাখিরা দলবেঁধে সাভারের বিভিন্ন জলাশয়ে আসে । আবার মার্চের শেষ সময় চলে যায় তাঁদের নিজ ঠিকানায়। এবং তারা আরও জানান গত কয়েক বছরের তুলনায় এ বছর অতিথি পাখি তুলনামুলকভাবে বেশি ।



মন্তব্য চালু নেই