সাভারের সিআরপিতে দিনব্যাপী পালিত হচ্ছে বার্ষিক উন্মুক্ত দিবস

টিপু সুলতান (রবিন), সাভার থেকে: প্রতিবিন্ধীদের অংশগ্রহনে সাভারের প্রক্ষাঘাত গ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপিতে) দিনব্যাপী পালিত হচ্ছে বার্ষিক উন্মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে প্রতিবন্ধীদের জন্য সিআরপি প্রঙ্গনে মেলা, চিত্রপদর্শনী, মনজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা,নাগরদোলা ও লটারি সহ বিভিন্ন বিনোদনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

সিআরপির বার্ষিক উন্মুক্ত দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকেই প্রতিবন্ধী সহ সাধারন মানুষের পদচারনায় মূখরিত ছিল সিআরপি প্রাঙ্গন।

Savar CRP Photo-4

সিআরপির সেবা সমূহ দেশের সর্বস্তরের মানুষের মাঝে পৌছে দিতেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয় জানিয়েছেন আয়োজকরা।

ভক্সপপ: সুলক্ষনা শ্যামা বিশ্বাস , ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট , সিআরপি,ও আয়োজক কমিটির সদস্য।
সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরী টেইলরের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব ড.চৌধুরী মো: বাবুল ।

এছাড়া আইসিআরসির ডেপুটি হেড অফ ডেইলিগেশন নাসরীন আরা নুসরাত আমিন ও সিআরপির নির্বাহী পরিচালক মো: সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই