সাভারে অপহরণের দুই দিন পর গাইবান্ধা থেকে যুবককে উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক : সাভার থেকে অপহরনের দুই দিন পর গাইবান্দা থেকে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিতিত্বে সাভারের মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য তারিকুল ইসলাম গাইবান্দা সদর থানার মার্টিন হোটেল থেকে ওই যুবককে উদ্ধার করা হয়।

পুলিশ জানায় গত বৃহস্পতিবার মিরপুর পল্লবী এলাকার শ্রী শংকর চন্দ সরকারের ছেলে ইলেকট্রিশিয়ান শ্রী সবুজ সরকারের সাথে আশুলিয়ার শিমুলিয়ার নাল্লার টেক এলাকার মুক্তার আলী মন্ডলের মেয়ে মুক্তার সাথে বিয়ের দিন ধার্য হয়। পরে বৃহস্পতিবার রাতেই বর শ্রী সবুজ সরকার সাভারের সাইপাড়া এলাকায় নিজের মামা নিতাই মন্ডলের বাড়িতে থাকার জন্য আসেন। পরে সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃওরা। এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আজ সকালে গাইবান্দার সদর মার্টিন হোটেল থেকে ওই যুবককে উদ্ধার করে। পরে তাকে সাভারের উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেয় ওই পুলিশ কর্মকর্তা। এদিকে ওই যুবক অহরণের ঘটনায় এখন পর্যন্ত চার জনকে আটক করেছে পুলিশ।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ওই যুবককে সাভারে আনার পরে অহরণের রহস্য উদঘাটন করা যাবে।



মন্তব্য চালু নেই