সাভারে পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয়ে অভিনব প্রতারণা

টিপু সুলতান (রবিন), সাভার থেকে : সাভারের গেন্ডায় পল্লীবিদ্যুতের কর্মচারী পরিচয়ে এক গ্রাহকের কাছে প্রতারণার মাধ্যমে চৌদ্দ হাজার আটশত টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে এক প্রতারকের বিরুদ্ধে।

বুধবার সকালে সাভার পৌরএলাকার গেন্ডার রেনু বেগমের বাড়িতে এঘটনা ঘটে।

প্রতারণার স্বীকার রেনু বেগম জানান তার বাড়ির জুলাই ও আগষ্ট মাসের বিদ্যুত বিল বকেয়া থাকায় বুধবার সকালে সাভার পল্লীবিদ্যুৎ সমিতি ৩ এর পরিচয় দিয়ে রাহাত নামে এক যুবক বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে আসে।

এসময় তাৎক্ষনিক প্রতিবেশীদের কাছ থেকে বকেয়া চৌদ্দ হাজার আটশত টাকা জোগাড় করে রাহাতের হাতে দিলে বিলের উপর মুঠোফোন নম্বর ও স্বাক্ষর দিয়ে চম্পট দেয় রাহাত। এর কিছুক্ষন পর আবার পল্লীবিদ্যুতের অফিস থেকে কর্মচারিরা বিলের বিষয়ে আসলে বিপাকে পরেন রেনু বেগম।

pic-4

এসময় সাভার পল্লীবিদ্যুৎ সমিতি ৩ এর অর্থ ও রাজস্ব বিভাগের জেনারেল ম্যানেজার ফায়সাল হোসেনের শরনাপন্ন হলে রেনু বেগমকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন তিনি।

পল্লীবিদ্যুৎ সমিতির পরিচয়ে এধরনের প্রতারণা ঠেকাতে এলাকাটিতে মাইকিং করে জনসাধারনকে সতর্ক করে দেয়ার কথা জানিয়েছেন জেনারেল ম্যানেজার ফায়সাল হোসেন।



মন্তব্য চালু নেই