সাভারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসার অভিযোগে একটি ক্লিনিককে ২লক্ষ টাকা জরিমানা

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি: সাভারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে একটি ক্লিনিকে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে র‌্যাব-৪ এর উদ্যোগে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে জামাল ক্লিনিকে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব জানায় হেমায়েতপুরের জামাল ক্লিনিকের মালিক জামাল মিয়া দীর্ঘ ধরে ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা দেওয়া সহ বিভিন্ন অভিযোগে জামাল ক্লিনিকের ম্যানেজার মারুফাকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা বা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

অভিযোগের সময় জামাল ক্লিনিকে বিপুল পরিমান সরকারি ইনজেক শন জব্দ করে র‌্যাব।

এদিকে র‌্যাবের অভিযানের খবর পেয়ে জামাল ক্লিনিকের মালিক জামাল দৌড়ে পালিয়ে যান।

অভিযানে এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-৪ কোম্পানী কমান্ডার মেজর মাসুদুর রহমান।



মন্তব্য চালু নেই