সাময়িকভাবে নিষিদ্ধ হচ্ছেন মারিয়া শারাপোভা

ডোপ টেস্টে নিষিদ্ধ উপাদান পাওয়ার কারণে সাময়িকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছেন রাশিয়ান টেনিস তারকা সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা।

লস এঞ্জেলেসে এক সংবাদ সম্মেলনে পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মিস শারাপোভা জানান, অস্ট্রেলিয়ান ওপেনের ড্রাগ টেস্টে ফেল করেছেন তিনি। খবর-বিবিসি’র।

ফলে আসছে ১২ই মার্চ থেকে সাময়িকভাবে শারাপোভাকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। ২৮ বছর বয়সী এই তারকার ডোপ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।

ডোপ টেস্টে মিস শারাপোভার দেহে মেলডোনিয়াম নামে একটি পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। ২০০৬ সাল থেকে পারিবারিক ডাক্তারের পরামর্শে ‘মিলড্রোনেট’ নামের একটি ওষুধ সেবন করে আসছিলেন শারাপোভা। ওই ওষুধেই সেই মেলডোনিয়াম রয়েছে। তবে এটি আগে অবৈধ ছিল না।

কিন্তু ডোপিং নিয়ে কড়াকড়ির পর সম্প্রতি এই ওষুধটিও অবৈধ ড্রাগের তালিকায় নেয় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন।



মন্তব্য চালু নেই