‘সাম্প্রদায়িক শক্তি দেশে আবারো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে’

সাম্প্রদায়িক শক্তি দেশে আবারো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি জানিয়েছেন, নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় সব অপরাধী ধরা না পড়া পর্যন্ত পুলিশী অভিযান চালাবে।

ফেসবুক পোস্টটি যার একাউন্ট থেকে দেয়া হয়েছিল তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ।

নাসিরনগরে হামলার ঘটনায় মন্ত্রী ছায়েদুল হকে দায়ী করে অবিলম্বে তার পদত্যাগ ও জড়িতদের শাস্তির দাবি করেছে বিএনপি।

জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নাসিরনগরের ওই ঘটনাকে চক্রান্ত বলেছেন বিএনপি নেতারা। হামলাকারীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-দোকানপাট এবং মন্দিরে হামলার ঘটনা ঘটে। এর তিন দিন পরে নতুন করে হামলা হয় অবস্থাপন্ন সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে। এসব ঘটনায় দায়ের করা মামলায় আসামি দু’ হাজার ৭ শ’ জন। অপরাধীদের সনাক্ত করা গেছে বলা হলেও গ্রেফতার করা যায়নি। তবে সন্দেহভাজন অনেককে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই