নোয়াখালীতে বাসদের (মাকর্সবাদী) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাম্প্রদায়িক হামলা ও সাঁওতাল আদিবাসী হত্যাকান্ডের বিচার দাবী

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা ও সাঁওতাল আদিবাসী হত্যাকান্ড-নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বাসদ (মাকর্সবাদী)। বুধবার দুপুরে মহান নভেম্বর বিপ্লবের শততম বর্ষের সুচনা ও দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব দাবী করেন বক্তারা। বাসদ (মাকর্সবাদী) জেলা শাখার আহ্বায়ক দলিলের রহমান দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য মানস নন্দী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য বিটুল তালুকদার ও ছাত্র ফ্রন্ট জেলা আহ্বায়ক মোবারক করিম। এ সময় বক্তারা সারা দেশে মানুষে মানুষে, জাতিতে-জাতিতে বিভেদ, শোষণ-বৈষম্য, সাম্প্রদায়িক আগ্রাসন-নিপীড়নের বিররুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, স্বাধীনতাযুদ্ধে বিজয়ী লড়াকু জাতি পুঁজিবাদী শাসনের কাছে পরাজিত হতে পারে না। অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক হামলা-নিপীড়নে জড়িতদের এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকল কর্মকর্তা-কর্মচারি, প্রশাসন ও পুলিশ কর্তৃক সাঁওতাল আদিবাসী হত্যাকান্ড-নির্যাতনের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবী জানান। বক্তারা ১৯১৭ সালের ৭ নভেম্বর লেনিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র তথা নতুন সভ্যতার ইতিহাস জন্ম দিয়েছিল। দেখিয়েছিল, মানুষের উপর মানুষের শোষণ কোন চিরস্থায়ী ব্যাপার নয়। অথচ আজও আমাদের দেশে বেকারত্ব, ভিক্ষুক, পতিতাবৃত্তি ভয়াবহ রূপ নিয়েছে। মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন দাবিদার মহাজোট সরকারের নেতৃত্বে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র বিপন্ন হতে চলেছে। শ্রমিক বেঁচে থাকার মজুরি পাচেছ না, বরং অগ্নিকান্ডে দ্বগ্ধ হওয়া, ভবন ধ্বসে মৃত্যুই যেন তাঁদের নিয়তি। যে কৃষক-র্ভমিহীন-ক্ষেতমজুর অন্ন যোগাচ্ছে তাঁরা নিজেরা প্রতিনিয়ত নি:স্ব হচ্ছে। সর্বস্তরে সামাজিক অবক্ষয় মানব সভ্যতার সমস্ত অর্জনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। এ পরিস্থিতিতে সমাজতন্ত্রই মানবমুক্তির একমাত্র উপায় বলে মনে করছে বক্তারা। এর আগে সংগঠনের উদ্যোগে জেলা শহর মাইজদী টাউন হল মোড় থেকে ব্যানার, ফেস্টুনে বিভিন্ন দাবী সম্বলিত একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের আবদুল মালেক উকিল সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।



মন্তব্য চালু নেই