সারাদেশের মানুষকে এভাবে জিম্মি রাখা উচিত নয় : নৌমন্ত্রী

সারাদেশে চলমান নৌশ্রমিকদের ধর্মঘট বিষয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌপরবিহন সেক্টর একটি সেবামূলক সেক্টর। শ্রমিক মালিকরা এদেশের মানুষের সেবা করে থাকেন। একজন সেবক হিসেবে সারাদেশের মানুষকে এভাবে জিম্মি রাখা উচিত নয়।

শুক্রবার দুপুরে মাদারীপুরে এলজিইডি অফিসে ঠিকাদারদের সঙ্গে সভা শেষে নৌমন্ত্রী একথা বলেন।

তিনি আরো বলেন, সর্বনিম্ম মজুরী ১০ হাজার টাকা করাসহ ১৫ দফা দাবিতে নৌশ্রমিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছেন এখানে সরকারের কোনো পক্ষ নেই। তাই মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে দ্রুত কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাসসহ প্রমুখ।



মন্তব্য চালু নেই