সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ : মালবাহী ট্রেন লাইনচ্যুত

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে : সিলেট আখাউড়া রেল সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় সারবাহী একটি ট্রেনের বগী লাইনচ্যুত হয়। ফলে শুক্রবার (২২ জুলাই) বেলা ৪টা থেকে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ও সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার বেলা পৌনে ৪টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে দিনাজপুরের পাবর্তীপুরের শিবপুর অভিমুখী সারবাহী একটি ট্রেন কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি পাহাড়ের ঢালু হতে নামতে গিয়ে পিছনের একটি বগীর ৪টি চাকা লাইনচ্যুত হয়।

এতে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রাম ও সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ঢাকাগামী আন্ত:নগর পারাবাত ট্রেন কুলাউড়া ও সিলেটগামী আন্ত:নগর জয়ন্তিকা ট্রেন সাতগাঁও ষ্টেশনে আটকা পড়ে। উদ্ধার কাজ অব্যাহত।



মন্তব্য চালু নেই