সালথায় দু-দলের সংঘর্ষ: আহত-৩০

ফরিদপুরের সালথায় ক্রিকেট খেলা নিয়ে গ্রাম দু-দলের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া-পুরাগদি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, গত সোমবার বিকালে ক্রিকেট খেলা নিয়ে আফছার মীরের সমর্থক রাজ্জাক মীরের ছেলে এরশাদের সাথে বেলায়েত মোল্যার সমর্থক ইদু মোল্যার ছেলে সাদ্দামের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্রধরে গতকাল সকালে উভয় দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আফছার উদ্দীন মাতুব্বর ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রন করে।

পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দীর্ঘ ২ ঘন্টা চলা এই সংঘর্ষে বাচ্চু মীর, বেলায়েত মীর, ইয়ার আলী, এরশাদ, নবাব আলী, আইয়ুব আলী, গিয়াস সর্দার, নুরইসলাম, আজিমদ্দিন, ফরিদ মোল্যা, জালাল শেখ, নাজিদ মোল্যা, লিপু শেখ ও শফিকুল ইসলামসহ উভয় দলের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের নগরকান্দা সাস্থ্য কেন্দ্রে ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সালথা থানা পুলিশের এ এস আই মোশারফ হোসেন বলেন, এঘটনায় আগামী শনিবার মিমাংশা করবে স্থানীয়রা। যার কারেনে কোন মামলা হওয়ার সম্ভবনা নেই।



মন্তব্য চালু নেই