সালথায় নদীতে অবৈধ্যভাবে মা-মাছ ধরার অভিযোগ

মোঃ মহসিন উদ্দিন, সালথা, ফরিদপুর : ভাতে মাছে বাঙ্গালী। এই দেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত ও মাছ। ফরিদপুরের সালথা উপজেলার নদী-নালা, খাল-বিলে অবৈধ্য ভাবে মাছ ধরার বাধ নির্মাণ করেছে। এতে বিভিন্ন জাতের মা-মাছগুলো আটকা পড়ে যাচ্ছে। মা-মাছ হুমকির মূখে পড়েছে।

জানা যায়, উপজেলার কুমার নদী, মাটিদহ নদী, কুইচা মারার খাল, কেষ্ট খালসহ একাধিক স্থানে জেলেরা অবৈধ্যভাবে বাধ দিয়ে মাছ ধরছে। এই মৌসুমে মা-মাছগুলো ডিম ছেড়ে মাছের বংশ বিস্তার করবে। কিন্তু ডিম ছাড়ার আগেই যদি মা-মাছ আটকা পড়ে যায়, তাহলে দেশে মাছের অভাব দেখা দিবে। যেসব জেলে অবৈধ্য ভাবে বাধ দিয়ে মাছ ধরছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মা- মাছ রক্ষার জন্য মৎস্য অধিদপ্তরের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এব্যাপারে উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক বলেন, এর আগে অফিসিয়াল ভাবে কিছু জেলেকে নোটিশ দেওয়া হয়েছে। তারা যদি মাছ ধরার বাধ উঠায় না নেয়, তাহলে ইউএনও স্যার এবং থানা কর্মকর্তাকে অবহিত করে ব্যবস্থা নিবো।



মন্তব্য চালু নেই